Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বৃদ্ধকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৮:৪৩

খরির ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড় জেলার সদর উপজেলায় একটি খড়ি ঘরের দোকানে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার টুনিরহাট বাজারের ওই খড়ি ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টুনিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি। স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর ধরে অন্যের দোকানের খড়ি ঘর পাহারা দেওয়াসহ সেখানেই থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

স্থানীয় যুবক আবু সাঈদ বলেন, ‘এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হলো। এটা ভাবতেই পারছি না। তাকে হত্যার কোনো কারণ আছে বলেও মনে হয় না। তবে ঘটনার তদন্ত করে দোষীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে। সম্ভাব্য সকল বিষয় বিবেচনায় নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হবো।’

সারাবাংলা/এইচআই