ব্রাহ্মণবাড়িয়া: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বিশাল জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) কসবা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি আয়োজিত হয়। কসবা মুক্তমঞ্চ থেকে মিছিল শুরু হয়ে কদমতলী মোড় প্রদক্ষিণ করে আবার মুক্তমঞ্চে ফিরে আসে এবং সেখানে একটি আলোচনার মাধ্যমে এর সমাপ্তি ঘটে।
মিছিলের নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াস। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হক খন্দকার, জেলা বিএনপির সদস্য মো. হানিফ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলালসহ অন্যান্য নেতারা।
কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সাবেক সাংসদ মুশফিকুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে অংশ নেন।
জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘তারেক রহমানের নের্তৃত্বে দেশের ছাত্র ও যুব সমাজ অতীতে ও সহযোগিতার পরিচয় দিয়েছে এখনো সেই পথেই আছে জনতার বিজয় মিছিলে অংশ নিয়ে আমরা সেই সাহস, প্রত্যয় ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে নতুনভাবে সামনে আনতে চাই।’
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হক খন্দকার বলেন, ‘আওয়ামী লীগ এর মতো বিএনপিকে ভুল করলে চলবে না। তাদের কাছ শিক্ষা নিয়ে বিএনপিকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে।’
আরও বক্তব্য দেন- পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, যুবদল নেতা মেহেদী হাসান রুবেল ও সিদ্দিকুর রহমান বাবু ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।