Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট ২০২৫ ১৯:৩৪

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ‘পালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অভিযানটি সফল হয়েছে বলে জানান গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

মঙ্গলবার (৫ আগস্ট) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্র ইউনিট অধিকৃত ইয়াফার লড বিমানবন্দরে (বেন গুরিয়ন বিমানবন্দর) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

ইয়াহিয়া সারি বলেন, ‘এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে, গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে।‘

সারাবাংলা/এইচআই

ইয়েমেন ইসরায়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হুথি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর