ঢাকা: জুলাই ঘোষণাপত্র পাঠের দিন ৫ আগস্ট (মঙ্গলবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজারের হোটেল সী পার্লে কি করেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন একটি দিনে তারা ঢাকায় নেই- তা কি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম জানেন? আবার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের কথা বলা হচ্ছে সেই হাস-ই বা কোথায়?
পিটার হাসের বিষয়ে কেউ বলছেন, তিনি বাংলাদেশে একটি মার্কিন কোম্পানিতে কর্মরত থাকলেও এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। আবার কেউ বলছেন, তিনি কক্সবাজারেই থাকেন। অন্যদিকে, মার্কিন দুতাবাসের কর্মকর্তা আশা বে বলছেন, তার বিষয়ে কোনো কিছু জানা নেই। পিটার হাস এই মুহূর্তে একজন নাগরিক হিসেবে মার্কিন কোম্পানিতে কর্মরত আছেন। তার বৈঠকের বিষয়েও আশা বে কিছু জানেন না।
এনসিপির নেতাদের যে গাড়ি সী পার্ল হোটেলে পৌঁছে দিয়েছেন সেই গাড়িরচালক গণমাধ্যমে জানান, বেলা সাড়ে ১১টার দিকে পাঁচজনকে তিনি হোটেলে নামিয়ে দিয়ে এসেছেন। এর মধ্যে তিনি হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম আর নাসীরুদ্দীন পাটোয়ারীকে চেনেন বলে জানিয়েছেন। তবে সেখানে দু’জন নারী ছিলেন। তাদের তিনি চিনেন না বলেও জানান গাড়িচালক।
ওই একটি সিসিটিভি ফুটেজ-ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে হোটেলে প্রবেশ করছেন কয়েকজন। এদের মধ্যে ডা. তাসনিম জারা, একজন বোরখা পরিহিত নারী (নাম জানা নেই), হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, খালেদ সাইফুল্লাহ ও সারজিস আলমকে দেখা গেছে। তবে তাদের সঙ্গে বিদেশি কাউকে দেখা যায়নি।
সী পার্ল হোটেলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাভিদ আহসান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘পিটার হাস তো পরের কথা, হোটেলে একজন বিদেশি অতিথিও নেই। সারজিস-নাহিদরা হোটেলে আজকে সাড়ে ১১টার দিকে উঠেছেন। সেখানে কোনো বৈঠক হয়েছে- এরকম খবরও মিথ্যা।’
যতই সময় গড়াতে থাকে ততই বিষয়টি খোলাসা হতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে জানা যায়, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তবে এনসিপির শীর্ষ নেতারা আজকের এই দিনে ঠিক কী কারণে কক্সবাজার গেলেন সেটাও হয়তো বেরিয়ে আসবে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর আগে, ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা ঢাকা থেকে কক্সবাজার যান। তারা হলেন— মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক সীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সদস্য খালেদ সাইফুল্লাহ।
কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তারা গাড়িতে করে ইনানীর ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়্যাল টিউলিপ নামেও পরিচিত) হোটেলে যান। দুপুরের পর হোটেল প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর পর থেকেই পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এনসিপির অন্যতম নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠকসংক্রান্ত যেসব খবর ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি গুজব। আমরা এমন কোনো বৈঠকের বিষয়ে কিছুই জানি না।’