Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাত সমুদ্র তের নদীর ওপাড় থেকে গণআন্দোলনে নেতৃত্ব দেন তারেক রহমান’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ২০:২৩

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ‘বিজয় শোভাযাত্রা’

চট্টগ্রাম ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ‘বিজয় শোভাযাত্রা’ হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে হাটহাজারী সদর বাসস্টেশনে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সমাবেশ হয়। এরপর বের হয় বিজয় শোভাযাত্রা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৬ বছর ধরে সকল গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুধু জুলাই মাসেই কয়েকশ নেতাকর্মী শহিদ হয়েছে। গুটিকয়েক ব্যক্তির আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়নি। কিন্তু একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের এ আন্দোলনকে ছিনিয়ে নিতে চায়। অথচ এ গণআন্দোলনের বড় শরিকদার হচ্ছে বিএনপি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারেক রহমানের ওপর আস্থার কারণে মানুষ দলে দলে রাজপথে নেমেছিল। তিনি এমন একজন ভিশনারি নেতা, যিনি সাত সমুদ্র তের নদীর ওপাড় থেকে গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এবার তারেক রহমান সমৃদ্ধ জাতি ও রাষ্ট্র গঠনের মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। জনগণের প্রতি অনুরোধ- আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেব।’

হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন ও পৌর কমিটির সদস্যসচিব অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সদস্য আইয়ুব খান, আবদুস শুক্কুর, আবদুল মান্নান দৌলত, শাহেদুল আজম শাহেদ, রিয়াদ উদ্দিন ও যুবদল নেতা সাখাওয়াত হোসেন শিমুল।

সারাবাংলা/আরডি/এইচআই