ঢাকা: ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’-কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। তবে এটা যে হয়েছে, সেটার জন্য অভিনন্দন জানাই।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এতে দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ এবং একটি ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ গঠনের রূপরেখা উপস্থাপন করা হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা উন্মোচিত হয়েছে, যা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।