ঢাকা: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে অংশ নেওয়া দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২০মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে এই ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতির পাশাপাশি জামায়াতের পক্ষ থেকেও প্রতিনিধিরা অংশ নেন।
ঘোষণাপত্র পাঠ শেষে ডা. তাহের বলেন, ‘জুলাইয়ের যে আশা-আকাঙ্ক্ষা, তা ঘোষণাপত্রে খুব একটা প্রতিফলিত হয়নি। বরং এটি একটি পাশ কাটিয়ে যাওয়ার মতো কৌশল। এতে বলা হয়নি, এই ঘোষণা কার্যকর হবে কবে থেকে? কাল থেকেই কি বাস্তবায়ন শুরু হবে? এমন অস্পষ্টতায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, এই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু তা হয়নি। বরং বলা হয়েছে, আগামী সরকার এটি বাস্তবায়ন করবে। অর্থাৎ এই সরকার দায়িত্ব নিচ্ছে না। এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে এমন হালকাভাবে উপস্থাপন করায় আমরা গভীর হতাশায় নিমজ্জিত। এই জাতিও হতাশ।’
ডা. তাহেরের মতে, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এই মুহূর্তে জনগণের চাহিদা ও রক্তাক্ত আন্দোলনের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি সময়োপযোগী, স্পষ্ট ও জনগণের প্রত্যাশাপূর্ণ ঘোষণাপত্র প্রদান করা।