ঢাকা: ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের দাবিতে বুধবার (৬ আগস্ট) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
ঢাকার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সকাল ১১টায় এই কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপার সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান।
মঙ্গলবার (৫ আগস্ট) পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এ ঘোষণা দেন রাশেদ প্রধান।
রাশেদ প্রধান বলেন, ‘ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিয়েছে। এবার ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমরা পরিষ্কারভাবে আমাদের দাবি জানাবো— খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে।’
তিনি সকল দেশপ্রেমিক নাগরিককে কর্মসূচি সফল করতে আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচির সময় কোনো প্রকার নাশকতা এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
রাশেদ প্রধান বলেন, ‘গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনার শাসন থেকে মুক্তি পেয়েছি। আজকের দিনটি আমাদের নাজাত দিবস।’
সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ও অন্যান্য নেতারা।