Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ২১:৪২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর পাশে ছিলেন শহিদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শাবন্তি।

ঢাকা: জুলাই ঘোষণাপত্র পাঠকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর পাশে ছিলেন শহিদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শাবন্তি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

জুলাই ঘোষণাপত্র পাঠের সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

এ সময় মঞ্চে প্রধান উপদেষ্টার বাম ও ডান পাশে ছিলেন শহিদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শাবন্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও মঞ্চে পাশে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর), হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস।

বিজ্ঞাপন

এদিকে অতিথি সারিতে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরা।

সারাবাংলা/জিএস/এইচআই

জুলাই ঘোষণাপত্র ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর