Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

সারাবাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৫ ২৩:৫৩

ছবি কোলাজ: সারাবাংলা

সারাবাংলা: দেশব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ঠিক এক বছর আগে আজকের এই দিনে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের নেতৃত্বে পরিচালিত গণ-আন্দোলনের মুখে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। ঐতিহাসিক এই ঘটনার স্মরণে এবারই প্রথমবারের মতো দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে এবং দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। এই দিনে সর্বস্তরের মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ আগস্ট) সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’…

পঞ্চগড়: এদিন সকালে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী এলাকায় শেরে বাংলা পার্ক সংলগ্ন জুলাই বিপ্লবে পঞ্চগড় জেলার পাঁচ শহিদের স্মৃতি রক্ষায় নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই যোদ্ধা অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান।

এর আগে, গণঅভ্যুত্থানে দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার পাঁচ শহিদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম, শহর জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন প্রমুখ।

পটুয়াখালী: পটুয়াখালীর মহাশ্মশানে শহিদ হৃদয় তরুয়া ও হেতালিয়া বাঁধঘাটে শহিদ বাচ্চু হাওলাদারের কবরে পুস্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদারের সভাপতিত্বে সম্মিলন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সম্মাননার প্রতীক হিসেবে উত্তরীয় এবং উপহার সামগ্রী দেওয়া হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, গণসমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

ময়মনসিংহ: সকালে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাসে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। পরে জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল ও শহিদ পরিবারের সদস্যরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানান।

জেলার টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত শহিদ পরিবার ও জুলাই আহত সম্মিলনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র নেতারাসহ শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

নগরীর নতুনবাজার দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজারো ছাত্র-জনতার বিজয় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ মহানগর বিএনপির নেতারা মিছিলে নেতৃত্ব দেন।

এদিকে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র‌্যালি করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির।

টাঙ্গাইল: দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল করিমগঞ্জ ঘোনা পাড়া কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আবু সাঈদ।

এ সময় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা, শহিদ হাফেজ সাদিকের পরিবারের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে এক সম্মিলনের আয়োজন করে জেলা প্রশাসন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ।

নওগাঁ: দিবসটি উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই শহিদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহিদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ২ জুলাই শহিদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় শংকরচন্দ্র গ্রামে শহিদ শাহারিয়া শুভ’র কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহিদ মাসুদ পারভেজ মুকুলের কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বিএনপি’র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় জেলা বিএনপির নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও আহতদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় শহিদ ও আহত পরিবারের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট, গেঞ্জি বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ শহিদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের চৌড়হাস থেকে শুরু হয় এই গণমিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

রাজবাড়ী: রাজবাড়ীতে জুলাই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও মোনাজাত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বড় মসজিদের পাশের কবরস্থানে শহিদ আব্দুল গণি শেখের কবরে জেলা প্রশাসক সুলতানা আক্তার পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়াসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শহিদ পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে সমাবেশে যুগ্ম-আহ্বায়ক মো. আক্কাছ আলী মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদর উপজেলা বিএনপির নেতা শাহদত হোসেন মিল্টন ও রেজাউল করিম খান প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা গণমিছিল বের করে। আজাদী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়। মিছিলটি রেলগেট প্রদক্ষিণ করে বাজার হয়ে বড়পুল মোড় ঘুড়ে রেলগেট শহিদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

সুনামগঞ্জ: দিবসটিতে সুনামগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্প কলা একাডেমির হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় জুলাই শহিদদের স্মরণে স্মৃতিচারণ, জুলাই যোদ্ধাদের সম্মাননা ও ৫ আগস্টে শেখ হাসিনার পলায়নের ক্ষণ গণনার উদযাপন অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

নড়াইল: শহিদ স্মৃতিন্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের স্মরণ করেছে নড়াইলবাসী। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফুলের মালা দিয়ে শহিদদের স্মরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি, আইনজীবী সমিতি, জেলা পরিষদ, নড়াইল পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুমিল্লা: কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এতে অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানসহ অন্যরা।

এদিকে দেবীদ্বারের বিজয় মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন। দেবীদ্বার কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

খুলনা: জুলাই-শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে।

নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই-শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, কেসিসি’র প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্তকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

নীলফামারী: জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ রুবেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নীলফামারী জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও: সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শহিদদের স্মরণে স্থানীয় প্রশাসন, প্রেসক্লাব, বিএনপি, সামাজিক সংগঠন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানান।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে এক বিশেষ সমাগম অনুষ্ঠান।

যশোর: দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের বকুল তলায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পাস্তাবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

পরে জুলাই শহিদ পরিবার, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, সিভিলসার্জন ডা. মাসুদরানাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিএনপি, জামায়াত, এনসিপির নেতারাসহ সকল শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

ফরিদপুর: ফরিদপুরে জুলাই শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

এদিন সদর উপজেলার চার জন ও ভাঙ্গা উপজেলার দুই জন শহিদের কবরে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

শহরের গোয়ালচামটে শহিদ জান শরীফ মিঠুর কবরে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। এ ছাড়া নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহিদদের কবরে শ্রদ্ধা জানান।

রংপুর: জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণ করেছে রংপুরের সর্বস্তরের মানুষজন।

রংপুরের সরকারি, বেসরকারি দফতর ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক লাইব্রেরি মাঠে বিপরীত পাশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবার, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সম্মিলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে, জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে আবু সাঈদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি খেলা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা: জেলার বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ, বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসাসহ অন্যান্যরা।

শরীয়তপুর: শরীয়তপুরে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, শহিদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন।

এ সময় জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ১৪ জন শহিদ পরিবার ও আহত ৮৩ জন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এর আগে শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিলেট: দিবসটিতে গণমিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। নগরীর রেজিস্ট্রারি মাঠে গণমিছিল পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে শেষ হয়।

নোয়াখালী: দিবসটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর ও সদর উপজেলার যৌথ উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

সারাবাংলা/এইচআই