খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন নামের চরমপন্থী এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক শাহাদাত ধাওয়া করে। এ সময় জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তার রক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পর পর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাবাস ছিলেন। কিছুদিন আগে তিনি জামিনে কারাগার থেকে বাইরে বের হন।’