রাজবাড়ী: রাজবাড়ীর নির্মল ও শংকর মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ কয়েকটি অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. মহসিন হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়।
জানা গেছে, রাজবাড়ী শহরের শংকর মিষ্টান্ন ভাণ্ডার, নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়াটেস্ট ফাস্টফুড ও মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান পরিচালনা করে খাদ্য আদালতটি। এ সময় শংকর মিষ্টান্ন ভাণ্ডার এবং নির্মল মিষ্টান্ন ভাণ্ডারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা- ৩২(গ), ৩৩, ৩৯ অধীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদন ইত্যাদি ব্যাত্যয় পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠান দুইটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এ ছাড়া, হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়াটেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ত্রুটি চিহ্নিত করে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বিচারক মো. মহসিন হাসান বলেন, ‘আজ আমরা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান করি। এদিন রাজবাড়ীর প্রসিদ্ধ দু’টি মিষ্টান্ন ভান্ডার শংকর ও নির্মলের কারখানা এবং তাদের দোকানে যাই। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণসহ বেশ কয়েকটি অপরাধ আমাদের নজরে আসে। পরে নিরাপদ খাদ্য আইনের তিনটি ধারায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা এই খাদ্য আদালতের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।’
অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন এবং জেলা পুলিশ ও আনসারের দু’টি দল।