Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি যা চায়নি, জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন রয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০০:০৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০০:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি যা যা চায়নি, তারও কিছুটা প্রতিফলন জুলাই ঘোষণাপত্রে রয়েছে। তিনি আরও জানান, ঘোষণাপত্রটি ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ওই সময় বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, ঘোষণাপত্রে ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান’কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। বলা হয়, আগামী নির্বাচিত সরকারের গঠিত নতুন সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। এতে গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ আখ্যা দেওয়া হয়েছে এবং শহিদ পরিবারের পাশাপাশি আহত ও আন্দোলনকারীদের জন্য আইনি সুরক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষণাপত্রের সঙ্গে বিএনপির প্রত্যাশার কতটুকু মিল বা অমিল ঘটেছে, সে বিষয়ে বিএনপি আরও বিশ্লেষণ করে পরবর্তী অবস্থান জানাবে বলে জানান নজরুল ইসলাম খান।

সারাবাংলা/এফএন/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর