Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১ ও ২৪-কে মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০০:১৯

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। ফাইল ছবি

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজনের রাজনীতি উসকে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘৭১ ও ২৪ কখনোই পরস্পরবিরোধী নয়। বরং ৪৭-এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, ৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তিলাভ করেছে এই ভূখণ্ড।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, ৪৭, ৭১ ও ২৪—এই তিনটি পর্ব এই ভূখণ্ডের মুক্তিসংগ্রামের ধারাবাহিক গৌরবগাঁথা। এই আন্দোলন প্রতিটি পর্যায়ের সংগ্রাম ও সহযোদ্ধাদের সম্মানের সঙ্গে স্মরণ করে এবং হৃদয়ে ধারণ করে।

বিজ্ঞাপন

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে বলে, ‘৭১ বনাম ২৪- এই ধরনের কৃত্রিম বিরোধ তৈরির অপপ্রয়াস আসলে শাপলা চত্বর ও শাহবাগের বিভাজন ফিরিয়ে আনার প্রয়াস। এর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রাসঙ্গিক করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘২৪-এর গণঅভ্যুত্থান ছিল মুজিবাদী ব্যবস্থা এবং ৭২-এর ত্রুটিপূর্ণ সংবিধানের ভিত্তিতে গড়ে ওঠা দুর্বল রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে জনগণের সুস্পষ্ট বিক্ষোভ। এই সত্যকে আড়াল করতে চাইছে কিছু অপশক্তি।‘

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ছাত্র-জনতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যদি কেউ এই অপরাজনীতিতে লিপ্ত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রাসঙ্গিক করার পাঁয়তারা করে, তাহলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় আন্দোলনের নেতৃত্ব দেব।’

সারাবাংলা/এফএন/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর