Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করা হয়েছে: উমামা ফাতেমা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০০:২৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য চেষ্টা চালানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম, আর ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটেছে। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে।’

ফেসবুক পোস্টে শেয়ার করা একটি বিতর্কিত ছবির প্রতি ক্ষোভ প্রকাশ করে উমামা ফাতেমা বলেন, ‘এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। এটি শুধু আমাদের লাখো শহিদের রক্তের প্রতি নয়, আমাদের জুলাই অভ্যুত্থানের প্রতিও এক ধরনের চূড়ান্ত অসম্মান।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই ছবি প্রকাশ করে ৭১ ও ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। গত মাসে তিনি সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান।

সারাবাংলা/এফএন/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর