Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোনায়েদ সাকির প্রতিক্রিয়া
‘জুলাই ঘোষণাপত্র’ ঐতিহাসিক গণ-অভ্যুত্থানেরই অর্জন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০০:৩৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ফাইল ছবি

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সদ্য প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানেরই অর্জন।

মঙ্গলবার (৫ আগস্ট) ঘোষণাপত্র প্রকাশের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন ‘ঘোষণাপত্রের আকাঙ্ক্ষা আমরা পূর্ণভাবে ধারণ করি। এটি সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধসহ এ দেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায়।’

তিনি আরও বলেন, ‘এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে অতীতের মতোই পুরোনো বন্দোবস্ত ফিরে আসবে, যা জনগণকে আবারও অধিকারহীন করবে।’

সাকি সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ যেন জাগ্রত পাহারাদার হয়ে দাঁড়ায়— জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থার নির্মাণে।’

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, ‘ন্যায়বিচার, কাঠামোগত সংস্কার ও নির্বাচনের মাধ্যমেই এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।’ সংগঠিত মানুষই ইতিহাস নির্মাণ করে। তারা জাগ্রত থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন সাকি।

সারাবাংলা/এফএন/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর