Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়শপের হোম ব্র্যান্ড দীপ্তিতে নতুন সংযোজন ‘মিনিকেট’ চাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০৯:১৭

ঢাকা: দেশের অন্যতম বিশ্বস্ত বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপের নিজস্ব ব্র্যান্ড ‘দীপ্তি’ খুচরা বাজারে এনেছে নতুন জাতের ‘মিনিকেট’ চাল। এর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের পণ্যের পরিসর আরও বিস্তৃত করেছে এবং দেশব্যাপী হাজারও বেশি খুচরা দোকানে পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয়শপ বিগত চার বছর যাবৎ বাংলাদেশের মুদি দোকানিদের নিয়ে কাজ করছে, দোকানিদের নিরবিচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে। তাদের এই কার্যক্রম চলাকালীন কোম্পানিটি তাদের অভিজ্ঞতায় দেখলো যে দেশের ছোট-বড় মুদি দোকানদাররা নিয়মিত বেশ কিছুর সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে খোলা পণ্য কিনে গুণগত মান নিয়ে অনিশ্চয়তা এবং কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়ার ঝামেলা। এসব সার্বিক সমস্যার কার্যকর সমাধান হিসেবেই দীপ্তি ব্র্যান্ড এর যাত্রাটি শুরু হয় মুদি ব্যবসায়ীদেরকে উন্নতমানের পণ্য সরবরাহ ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে।

বিজ্ঞাপন

‘দীপ্তি মিনিকেট চাল আমাদের খুচরা বিক্রেতাদের জন্য মানসম্পন্ন চালের ভ্যারাইটি দিচ্ছে প্রতিযোগিতামূলক দামে, যেখানে রয়েছে বেশি মুনাফার নিশ্চয়তা’, বলেন প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার দীপ্তি মণ্ডল।

তিনি বলেন, এই মাসেই আমাদের ব্র্যান্ডের মিনিকেট চালটি আমাদের মুদি দোকানিদের জন্য একটি গুণগত পণ্য হিসেবে বাজারে এসেছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এটি মুদি দোকানিদের ব্যবসায়ে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশজুড়ে খুচরা বিক্রেতাদেরকে সবচেয়ে সেরা পণ্য প্রতিযোগিতামূলক দামে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংকল্পবদ্ধ।

এ বছরেই আগত দীপ্তি আটাশ চাল বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। আটাশ চালের সফল বিক্রয়ের মাধ্যমে মুদি ব্যবসায় নেটওয়ার্কে সাড়া জাগিয়ে, এবার মিনিকেট চালের সংযোজন খুচরা ব্যবসায়ে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। ব্র্যান্ডটি সরাসরি মিল থেকে চাল সংগ্রহ করে, যা খুচরা বিক্রেতাদের মধ্যে দেশীয় উৎপাদিত চালের প্রতি বাড়তে থাকা চাহিদা পূরণে ও লাভ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

দীপ্তি প্রিয়শপ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর