Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, নিহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০৯:২৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৪:২০

খালে পড়া মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত

নোয়াখালী: ওমান থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৬ আগস্ট) ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহর উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছে বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ ৫জন।

বিজ্ঞাপন

খালে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন প্রবাস থেকে দেশে ফেরায় গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিমান বন্দরে যায় তার পরিবারের লোকজন। রাতে স্বজনদের নিয়ে বিমান বন্দর থেকে একটি হাইজ মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। বুধবার (৬ আগস্ট) ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত হন ও পরে  হাসপাতালে নিয়ে গেলে ১ জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হয় আরও ৫ জন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। তিনি জানান, নিহতদের মৃতদেহ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে

দুর্ঘটনা নিহত প্রাইভেটকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর