Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বিজয় র‍্যালি আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১০:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজ বুধবার (৬ আগস্ট) ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। পাশাপাশি সব জেলা ও মহানগরেও বিজয় র‌্যালি করবে দলটি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

সারাবাংলা/এজেড/এনজে
বিজ্ঞাপন

আরো