Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পর ঢাকার বাতাস অনেকটা উন্নত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০৯:৫১ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১০:৪৮

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: গতকাল রাজধানীতে হওয়া বৃষ্টির পর আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৮৪, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) একই সময়ে এই সূচক ছিল ১২৯, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। ফলে শহরের অবস্থান দূষিত শহরের তালিকায় আজ ১৭তম, যেখানে গতকাল ঢাকা ছিল ষষ্ঠ।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই ১৭১।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বায়ুদূষণ শ্বাসতন্ত্র, হৃদরোগ ও ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়ায়। দূষণের জন্য প্রধানত দায়ী অতিক্ষুদ্র বস্তুকণা।

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নাগরিকদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং অপ্রয়োজনে সংবেদনশীলদের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি দূষণ রোধে নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পুরনো যানবাহন চলাচল বন্ধ ও দিনে অন্তত দুবার পানি ছিটানোর মতো সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো