Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১১:১৬

ঢাকা: জুলাই ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘ঐতিহাসিক গণআন্দোলনের ধারাবাহিকতায় ঘোষিত জুলাই ঘোষণাপত্র এবং ড. ইউনূসের ভাষণে জাতির সামনে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, এনসিপি এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক মতামত ও অবস্থান তুলে ধরবে।’

বিজ্ঞাপন

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এনসিপি ইতোমধ্যেই “নতুন বাংলাদেশ” গঠনে ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, যা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার করে। আজকের সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র ও ভাষণের প্রেক্ষাপটে ইশতেহারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ