Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১১:৩৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১১:৪২

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ দুপুর ১২টায় জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

বুধবার (৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের অবস্থান তুলে ধরা হবে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদপত্র’ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সনদে “দ্বিতীয় প্রজাতন্ত্র” প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নয়া সামাজিক চুক্তি ও বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক অঙ্গনে ঘোষণাপত্রটি এরইমধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিভিন্ন দল, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ একে কেউ স্বাগত জানিয়েছেন, কেউ বা সমালোচনা করছেন।

জামায়াতে ইসলামী ঘোষণাপত্রকে কীভাবে দেখছে—তা জানার জন্য আজকের প্রেস ব্রিফিং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সারাবাংলা/এফএন/ইআ