ঢাকা: বিগত ২০১৪, ১৮ ও ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা একটি চিঠির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ দেশের সব জেলা প্রশাসককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
জানা গেছে, পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে ইসি।
ইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পিবিআই-এর অনুরোধের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর (যদি থাকে), এবং মোবাইল নম্বরসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে হবে।
এর আগে, পিবিআই ওই তিনটি নির্বাচনের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্যও চেয়ে পাঠিয়েছিল।