Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৭ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১২:৪১

এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নরসিংদী: নরসিংদীর মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘সকাল ৭.২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে শত শত দোকান থাকলেও অল্পেই রক্ষা পায় বাজারের ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর