Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৩:৫৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাত নারী বয়স আনুমানিক ৩২ বছর। তার পরনে ছিল বেগুনি রঙের বোরকা।

বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন কাজী জানান, তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে ঢাকার ভিতর ঢুকছিল। তিনিও ওই পথে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের চালক ও ওই নারী আরোহীকে এক্সপ্রেসওয়ের উপর পড়ে থাকতে দেখেন। এ সময় চালকের কাছে থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।

বিজ্ঞাপন

সুমন আরও জানান, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখান থেকে চালক কোথায় গিয়েছে তা তিনি বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।

এদিকে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুল হাসিব জানান, সকালে কাওলা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি দুর্ঘটনা ঘটে। জানতে পারি একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী ওই নারী হাসপাতালে মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো