Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধের অবমাননা ও ‘স্বাধীনতাবিরোধী অপশক্তির’ কর্মকাণ্ডে নিন্দা ঢাবি সাংস্কৃতিক সংসদের

ঢাবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৪:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অপশক্তির ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

বুধবার (৬ আগস্ট) সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা ও সাধারণ সম্পাদক রওশন জাহান রাকামনির সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচিতে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের ছবি প্রদর্শন করা হয়েছে; যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহিদদের ত্যাগের প্রতি অশ্রদ্ধা। স্বাধীন বাংলাদেশে এ ধরনের আয়োজন কেবল ইতিহাসের বিকৃতিই নয়, আমাদের জাতীয় চেতনার পরিপন্থী।’

বিজ্ঞাপন

‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারী একটি সংগঠন। মুক্তিযুদ্ধের পক্ষের একটি সংগঠন হিসেবে সবসময়ই স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার থেকেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ অতীতে যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, আজও তেমনি মুক্তিযুদ্ধ বিরোধী ও আমাদের স্বাধীনতার চেতনা পরিপন্থী যেকোনো কার্যকলাপের নিন্দা জানাচ্ছে।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শহিদদের ত্যাগ ও স্বাধীনতার চেতনাকে অবমাননাকারী যেকোনো প্রচেষ্টা এই বিশ্ববিদ্যালয়ে স্থান পাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সে বিষয়ে সদা সতর্ক এবং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অতিসত্বর আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উক্ত ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো