Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবাহবিচ্ছেদ: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৫:১২

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় বিবাহবিচ্ছেদের অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম হোসেন (১৭) নামে এক কিশোর।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খাজানগর এলাকায় রাজশাজী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত সিয়াম হোসেন একই এলাকার সাইদুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় সিয়ামের মধ্যে হতাশা কাজ করছিল। এই নিয়ে মাঝেমধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হতো, তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এই ঘটনার একদিন পরই এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো