Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৫:২১

দুর্ঘটনায় বিপর্যস্ত বাস।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দিলে বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুরপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে এবং বাকি তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, ‘বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তবে, এখনো ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর