Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৫:২৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৫:৪৬

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার চিঠি পেলে ও কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে। আর ভোট ফেব্রুয়ারির প্রথোমার্ধে।

‎বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ব্রিফিং এসব কথা বলে।

‎দ্রুত চিঠি পাবেন বলে তিনি আশা করে সিইসি বলেন, চিঠি না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের ট্যালেন্ট থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে।

‎‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।

বিজ্ঞাপন

‎“অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।”

‎আস্থা অর্জনকেই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, “শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরও উন্নতি হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই।”

‎ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করে তিনি বলে, ‎”আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।”

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো