আমেরিকার অ্যারিজোনার চিনলে মিউনিসিপাল বিমানবন্দরে অবতরণের সময় একটি চিকিৎসা পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়, এতে বিমানে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন। সংবাদমাধ্যম এবিসির বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ‘বিচক্রাফট ৩০০’ নামের বিমানটি নাভাজো ন্যাশনের আওতাধীন চিনলে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানটি কাছের একটি হাসপাতাল থেকে রোগী নিতে যাচ্ছিল বলে জানিয়েছে নাভাজো পুলিশ বিভাগ।
পুলিশ জানিয়েছে, বিমানে থাকা চারজনই ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
তদন্তের কারণে চিনলে মিউনিসিপাল বিমানবন্দরের সব প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।