Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের কোপে বাবা খুন

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৫:৪৬

বাঁশখালী থানা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাবাকে কুপিয়ে খুনের পর এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে প্রতিবেশীরা। ওই যুবক মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুলাল রুদ্র (৫৫) পূর্ব চাম্বল গ্রামের বাসিন্দা। তার ছেলের নাম তপন রুদ্র (২০)।

পুলিশ জানায়, তপন রুদ্র সেলুনে কাজ করতো। কিন্তু সেলুনটি বন্ধ হয়ে যাওয়ায় গত ৬-৭ মাস ধরে সে বেকার। এর মধ্যে সে মাদকাসক্ত হয়ে পড়ে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশ শেখর হালদার সারাবাংলাকে বলেন, ‘মাদকাসক্ত তপন টাকার জন্য সবসময় ঘরে অশান্তি করতো। বিশেষত তার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায়ও তপন তার বাবাকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু বাবা টাকা না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তপন ঘরে থাকা দা দিয়ে তার বাবা দুলালকে কুপিয়ে জখম করে।’

বিজ্ঞাপন

‘এ সময় দুলালের চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে আসে। পালানোর সময় তপনকে তারা ধরে ফেলে। প্রতিবেশীরা আহত দুলালকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাতে সেখানে তিনি মারা যান।’

পুলিশ পরিদর্শক সুধাংশু আরও জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় লোকজন আটক তপনকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে হাসপাতাল থেকে দুলালের লাশ নিয়ে চমেকের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো