Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার ‎নির্বাচনি আচরণ বিধিমালা নিয়ে কমিশন সভা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৬:১৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৬:২৬

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৭ আগস্ট) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এটি হবে কমিশনের নবম সভা।

‎বুধবার (৬ আগস্ট) ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ বিষয়টি জানা গেছে।

‎ওই অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নবম সভা আগামী বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

‎সভার আলোচ্যসূচিতে যা রয়েছে:

‎(ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫;
‎(খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; এবং বিবিধ।

‎এতে আরও বলা হয়েছে, সভার বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

‎এর আগে, গত ১৯ জুন কমিশনের সপ্তম কমিশন সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছিল ইসি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো