Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: মৌখিক নির্দেশনায় সিআইডি’র তদন্ত শুরু

ইবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৬:৩১

নিহত ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ।

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাজিদ হত্যার ঘটনায় ‘মৌখিত নির্দেশনায়’ তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। এরইমধ্যে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একইসঙ্গে ইবি থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিজেদের মত করে তথ্য সংগ্রহ করছেন।

বুধবার (৬ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যা ইস্যুতে তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় গত ৪ আগস্ট মামলা দায়ের করে। তিনি সিআইডি এর মাধ্যমে তদন্ত সম্পন্ন করার দাবি জানান। সেই প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলছে। লিখিত আদেশ প্রস্তুত করা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

গত ১৭ জুলাই বিকেল পৌঁনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রাপ্ত রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সাজিদ গত ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টা (আনুমানিক) উল্লেখ ছিল।

সারাবাংলা/এসডব্লিউ

ইবি শিক্ষার্থী নিহত তদন্ত সাজিদ আবদুল্লাহ সিআইডি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর