Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৬:৪১

মৃত পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ।

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, বেলা ১১টায় ওই একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়।

মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাগুরা থেকে সামাদসহ সাতজন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। পরে আজ বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এ সময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই একই স্থান থেকে সামাদের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাৎ হোসেন জানান, নিখোঁজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো