Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবেদন ১ আগস্ট


৪ জুলাই ২০১৮ ১৭:০৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৪ জুলাই) মামলাটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে আরো সময় চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন দিন ঠিক করেন।

গত বছর ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার শিকার হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ওই রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১০-১১ জনকে আসামি করা হয়। মামলার এজাহার আদালতে এলে মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন বিচারক।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জাতীয় জাদুঘরের সামনে ১৭ আগস্ট সন্ধ্যায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ইমরান এইচ সরকার। হঠাৎ একদল যুবক তাদের সঙ্গে বাগবিতন্ডা শুরু করে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনও ছিলেন। এক পর্যায়ে হকিস্টিক দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে তারা।

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

ইমরান এইচ সরকার

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর