Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে টানা দুই কার্যদিবস সূচক কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৭:৩১

ঢাকা: টানা তিন কার্যদিবসে সূচক ২৩৮ পয়েন্ট বৃদ্ধির পর দুই কার্যদিবস পুঁজিবাজারে কিছুটা কমেছে। তবে সূচক সামান্য কমলেও সার্বিক লেনদেন কমেছে তুলনামূলক অনেক বেশি। আগের দিনের ধারাবাহিকতায় সূচকের উর্ধ্বগতি দিয়ে শুরুর পর শেষটা ছিল হতাশার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলেও বুধবারের পুঁজিবাজারে এর কোনো পড়েনি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার (৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক উর্ধগতি দিয়ে শুরু করলেও দিনশেষে ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭১ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৫০ পয়েন্ট।

বিজ্ঞাপন

এর আগের তিন কার্যদিবসের মধ‍্যে রোববার ৯৩ পয়েন্ট, বৃহস্পতিবার ৯১ পয়েন্ট ও বুধবার ৫৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৩ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩৮ পয়েন্ট।

বুধবার ডিএসই-তে ৮৮৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯১১ কোটি ৭৩ লাখ টাকার। এ হিসেবে ২১ কোটি ৭৭ লাখ টাকার বা ২ শতাংশ লেনদেন কমেছে। যা আগের দিন কমেছিল ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বা ২০ শতাংশ। এর আগে চলতি সপ্তাহেই সাড়ে এগার মাসের মধ্যে একদিন ডিএসই’র লেনদেন ১১শ কোটি টাকা ছাড়িয়েছিল।

দিনটিতে ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫১ টি বা ৩৮.৩৩ শতাংশের। আর দর কমেছে ১৭৩ টি বা ৪৩.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.২৩ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বুধবার ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৫৫ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

আরো