Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের দিনলিপি
শান্তির নোবেল থেকে রাষ্ট্রের হাল ধরার পথে ড. ইউনূস

ফারহানা নীলা, স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৯:২৮

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ৬ আগস্ট ২০২৪। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৬ আগস্ট ২০২৪ স্মরণীয় হয়ে থাকবে এক যুগান্তকারী পালাবদলের দিন হিসেবে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার টানা আন্দোলন, ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়ার মতো নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। দীর্ঘ দুই দশকের শাসনের অবসান, অন্তর্বর্তী সরকারের ঘোষণা এবং সম্ভাব্য নতুন নেতৃত্ব—সব মিলিয়ে এই দিনটি হয়ে উঠেছে এক রুদ্ধশ্বাস অধ্যায়। তখন সবার মনে প্রশ্ন কে ধরবে রাষ্ট্রের হাল?

আন্দোলন থেকে বিকল্পের খোঁজে ছাত্ররা

২০২৪ সালের জুন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার দাবির মধ্য দিয়ে শুরু হলেও তা দ্রুতই রূপ নেয় গণতন্ত্র ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের এক গণআন্দোলনে। জুলাই মাসজুড়ে ব্যাপক গণজাগরণ এবং শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। একইসঙ্গে তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতারা ও রাষ্ট্রপতির বৈঠকে সিদ্ধান্ত হয়— একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠিত হবে।

বিজ্ঞাপন

ড. ইউনূস: এক প্রতীকী পছন্দ

৬ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় ঘোষণা দেওয়া হয়, নোবেলজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. ইউনূস এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এত ত্যাগ স্বীকার করে ছাত্রদের এই প্রস্তাব ফেরাতে পারেননি ড. ইউনূস। আমরা চাই, তার নেতৃত্বেই বাংলাদেশ একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাক।’

সেনাবাহিনীর ভূমিকায় পরিবর্তন

এই সময়েই সেনাবাহিনীর শীর্ষ পদেও বড় রদবদলের ঘোষণা আসে। আইএসপিআরের মাধ্যমে জানা যায়, এনটিএমসি’র মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ‘সেনাবাহিনী দেশের সংবিধান, গণতন্ত্র ও জনগণের পক্ষে থাকবে। অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা হবে।’

১৭ বছর মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

প্রায় ১৭ বছর পর মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৬ আগস্ট বঙ্গভবন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র আন্দোলনের দাবির ভিত্তিতে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই দ্রুতই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হোক। ছাত্রদের প্রতি আমাদের আস্থা আছে।’

তিনি আরও জানান, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত একটি সর্বদলীয় সরকারের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

অনতিবিলম্বে পার্লামেন্ট ভাঙার আহ্বান

অনতিবিলম্বে পার্লামেন্টে ভেঙ্গে দিয়ে অন্তবর্তী সরকার গঠন করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই ২৪ ঘণ্টার মধ্যেই এই কাজগুলোর সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই… এই পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’

বঙ্গভবনের বৈঠকে চূড়ান্ত রূপরেখা

এ দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ১৩ সদস্যের ছাত্র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, তানজীমউদ্দীন খান, সেনাবাহিনীর তিন প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় সংসদ বিলুপ্ত করে সর্বজনগ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যার প্রধান উপদেষ্টা হবেন ড. ইউনূস।’

সেনাবাহিনীর অবস্থান: মধ্যস্থ নাকি নিয়ামক?

সেনাবাহিনী পুরো প্রক্রিয়ায় সক্রিয় ও তৎপর। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণে বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের রক্তের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব।’
ভাষণের মাধ্যমে তিনি আশ্বস্ত করেন যে সেনাবাহিনীর কোনোভাবেই ক্ষমতা দখলের খেলায় নেই; বরং একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও স্বল্পস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহায়ক শক্তি হিসেবে থাকবে।

শেখ হাসিনাকে কয়েকদিন সময় দিতে চায় ভারত

এদিন প্রথম, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিক্রিয়া জানায় ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আমাদের মনে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তাই শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত কয়েকদিন সময় দিতে চায়।’

সারাবাংলা/এফএন/এইচআই

৬ আগস্ট ২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাই গণঅভ্যুত্থান দিবস ড. ইউনূস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর