নোয়াখালী: ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সাংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় নোয়াখালী-৪ আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে দুই ইউনিয়নের লোকজন।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে সোনাপুর-কবিরহাট সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও সাধারণ লোকজন। এ সময় সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবির কথা উর্ধবতন কর্তৃপক্ষকে জানানো হবে এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, সংসদীয় আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে নির্বাচন কমিশন ‘অখন্ড প্রশাসনিক ইউনিট’ রক্ষাকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে দেখালেও নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসন থেকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে এ মানদণ্ড না মেনেই। সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নকে আগের নোয়াখালী-৪ আসনের সঙ্গে যুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
একই সময় সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নকে নোয়াখালী-৪ আসন থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ওই ইউনিয়নের লোকজন জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ লোকজন।