Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবেন নির্বাচিত প্রতিনিধিরা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৮:০৭

কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন

কুমিল্লা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবেন নির্বাচিত প্রতিনিধিরা।

বুধবার (৬ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এই র‍্যালির আয়োজন করা হয় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে।

জাহিদ হোসেন বলেন, ‘দেশের লাখ লাখ যুবক কাজ পাচ্ছে না। কারণ অতীতে চাকরি আর ব্যবসার সুযোগ শুধু দলীয় লোকদের জন্য ছিল। যারা আওয়ামী লীগ করে না, তাদের পেশাগত জীবনে ঠাঁই হয়নি। এই অন্যায়-নিপীড়নের শিকার মানুষগুলোর পাশে এখন বিএনপিকে দাঁড়াতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে যারা নিপীড়িত হয়েছেন, চাকরি-ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব। শুধু তাই নয়, দেশের অর্থনীতি যারা লুণ্ঠন করেছে, অর্থ পাচার করেছে—তাদের বিচার করে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘কুমিল্লা গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক। এখানে কোনো বিশৃঙ্খলা নয়— শৃঙ্খলার মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া বক্তব্য দেন— ডা. মারুফ হোসেন, মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির ও উত্তর জেলা সদস্যসচিব এ এস এম তারেক মুন্সী।

সারাবাংলা/এইচআই

এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা নির্বাচিত প্রতিনিধিরা বিএনপি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর