Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩


৬ আগস্ট ২০২৫ ১৮:১৪

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথমবর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকা দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭) এবং শান্তিগঞ্জের জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী (১৮)। অপর নিহত হলেন শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)।

জানা যায়, নিহত দুই শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে সিএনজিযোগে শহরে ফিরছিলেন। পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী একটি বাস সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আফসানা খুশীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি এবং সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো