রংপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতি যতদিন আছে, ষড়যন্ত্র ততদিন থাকবে। এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্বিত করা, আর গতকাল নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আবারও ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করার।
বুধবার (৬ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদ স্বৈরাচার পতন ও ছাত্র-জনতা বিজয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রংপুরের একটি আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নগরির গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়; যা শেষ হয় সন্ধ্যার কিছুটা পরে।
জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন যেনো সম্পন্ন হয় সেজন্য সরকারকে সহযোগিতা করতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের নির্ধারিত দিনে সবাই ভোটকেন্দ্রে যাবেন, নিরাপদে যার যার ভোট সে সে দিবেন। যাকে খুশি তাকে দেবেন; দিনের ভোট দিনেই দিবেন। কারও ভোট অন্য কেউ দিবেন না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আপনাদের সবাইকে সদা জাগ্রত থাকতে হবে।’
নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে বিএনপির এই বর্ষীয়াণ নেতা বলেন, ‘‘রাজনীতি করলেই নির্বাচন করার বাতিক আছে যাদের তারা অবশ্যই ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাবেন একসঙ্গে। কেউ কোনো ডিভাইডেড করবেন না। কর্মীদেরকে অবমূল্যায়ন করবেন না। ভোটারদের কাছে ধানের শীষের ভোট চাইবেন। ভোটারদের বোঝাবেন ‘সামনে আছে শুভ দিন, ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
আসন্ন নির্বাচনে বিএনপির রংপুরের প্রার্থীদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য কোনো করোনাভাইরাস প্রার্থী যেন নির্বাচনে জিতে আসতে না পারে এজন্য বিএনপির প্রার্থীদের জন্য একটি অনেক বড় পরীক্ষা।’