Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনর্জীবনধর্মী কৃষি পদ্ধতি প্রসারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ২০:১৫

ঢাকা: সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত ‘সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনর্জীবনধর্মী কৃষির প্রসার’ শীর্ষক তিন দিনব্যাপী (৪-৬ আগস্ট) ভার্চুয়াল পরামর্শ সভায় দক্ষিণ এশিয়ার কৃষি খাতে পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতির রূপান্তরে পুনর্জীবনধর্মী কৃষি পদ্ধতি প্রসারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সার্ক কৃষি কেন্দ্র বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ পরামর্শক সভায় সার্কভুক্ত ছয়টি দেশের সরকারি কর্মকর্তা, কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন।

বিজ্ঞাপন

পরামর্শ সভায় বক্তারা দক্ষিণ এশিয়ার কৃষিতে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন, মাটির স্বাস্থ্য অবনতি, পানি সংকট ও রাসায়নিক উপাদানের ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন।

তিন দিনব্যাপী এই সভায় ছয়টি কারিগরি অধিবেশনে ২০ জনের বেশি কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় অভিজ্ঞতা উপস্থাপন করেন। সদস্য দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপিত প্রতিবেদনগুলোতে মাটির ক্ষয়, সেচের পানির সংকট, রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব এবং কৃষকের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজন কৃষক পর্যায়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, মাঠ পর্যায়ে প্রশিক্ষণ সম্প্রসারণ এবং বড় পরিসরের সরকারি সহায়তা।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ভার্চুয়াল পরামর্শ সভা সার্ক কৃষি কেন্দ্র