ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল ইসলাম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাজধানীর ৩০০ ফিট এলাকায় বসুন্ধরা কনভেনশন হলে একটি সামাজিক অনুষ্ঠানের নাম করে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মেজর সাদিক এই প্রশিক্ষণ দেন। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে একটি বিশেষ আইনে মামলা হয়েছে। সেই মামলায় প্রথমে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সবশেষ আরও ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, ষড়যন্ত্রের জাল গভীর হওয়ায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেজর সাদিকের বিষয়ে এর আগে আইএসপিআর থেকে জানানো হয়, অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তার বিষয়ে কাজ করছে। জড়িত থাকার প্রমাণিত হলে তার বিরুদ্ধে সেনা আইনে বিচার করা হবে।