Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় পোড়া পলাশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ২০:২৬ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২০:৪৯

পুড়া পলাশ ওরফে পলাশ

রাজবাড়ী: রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টার মালিককে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের মামলায় পোড়া পলাশ ওরফে পলাশকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

এর আগে, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিম অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি পুড়া পলাশ ওরফে পলাশ রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সজ্জনকান্দা সদর হাসপাতাল এলাকার টাবলু বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখের কাছে এজাহার নামীয় আসামি পোড়া পলাশ, খুর মানিক, বতল রানা, কুটি বিশ্বাস ও লাবলু বিশ্বাসসহ অজ্ঞাতনামা ৪/৫ জন চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামিরা গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে সজ্জনকান্দা সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর সিদ্দিক শেখকে ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে এই ঘটনায় আহত ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন।

মামলা দায়ের হলে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামি গ্রেফতারে লক্ষ্যে অভিযান শুরু করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারের মালিককে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত পুড়া পলাশকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পুড়া পলাশের নামে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক মারামারিসহ ১৮টি মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই মামলার গ্রেফতার আসামি পুড়া পলাশসহ এজাহার নামীয় মোট ৫ জন আসামির মধ্যে ৪ জন এবং তদন্তে প্রাপ্ত ১ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই