Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই ভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ২২:৩১ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২৩:৩৪

সাংবাদিক পরিচয়ে আটক দুইজন

নাটোর: নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে তাদের আটক করে সিংড়া থানা পুলিশ।

আটক আসামিরা দুইজনই সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার বাসিন্দা এবং জেলহাজ্ব প্রাংয়ের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত দুই ভাই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গুদামে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। বিষয়টি কর্মকর্তাদের সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা রুজু হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এসএস

গ্রেফতার চাঁদাবাজি পরিচয় সাংবাদিক

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর