রংপুর: নিখোঁজের একদিন পর রংপুরের গঙ্গাচড়া বালুর গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গ্রামে বালু উত্তোলনের গভীর গর্ত থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল দুই শিশু।
মৃত দুই শিশু হলো— ডাঙি পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) এবং একই এলাকার আবদুর রশিদের ছেলে আবদুর রহমান (৭)। তারা উপজেলার নগরবন্দ বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ওই দুই শিশু মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় বাড়ির পাশে বালুর পয়েন্টের গর্তে খুঁজতে যায় তারা। গর্ত পানিতে পূর্ণ থাকায় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে ডাকা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে রোমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে একই গর্ত থেকে মারুফের মরদেহ উদ্ধার করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় গঙ্গাচড়া থানা পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আবদুল মান্নান, শিশু মারুফ মিয়ার গলায় একটি বোতল ও রশি পেঁচানো ছিল।
নিহত শিশু মারুফের বাবা জাকিরুল ইসলাম ও মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, আমাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ‘খেলতে গিয়ে ওই দুই শিশু গর্তে পড়ে মারা গেছে কিনা বা অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।