Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে শিশু হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ২৩:১৩

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় দিয়েছেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জোবাইদা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু নুসরাত জাহান রোজা কান্নাকাটি করলে জোবাইদা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের ওপর শুইয়ে রাখেন। দাদা খায়ের কাজী বাইরে থেকে বাড়িতে এসে গোসল করানোর জন্য নুসরাতকে ডাকাডাকি করতে থাকেন। তখন দাদি পান্না বেগম বারান্দায় গিয়ে নুসরাতকে মৃত্যু অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নুসরাতের বাবা সজীব কাজী ও জোবাইদাকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নুসরাত হত্যাকাণ্ডে জোবাইদার সম্পৃক্ততা পায়।

পরে নুসরাতের দাদা খায়ের কাজী জোবাইদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে জোবাইদাকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে।

সারাবাংলা/এইচআই