Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারাদেশে বিএনপির বিজয় র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ০০:২৪

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ র‍্যালির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলন বেগবানের বার্তা দেয় সংগঠনটি।

সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

সুনামগঞ্জে বিএনপির বিজয় মিছিল

সুনামগঞ্জে বিএনপির বিজয় মিছিল

 সুনামগঞ্জ: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল’র সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আব্দুল হক।

বিজ্ঞাপন

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা এবং জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বিজয় র‍্যালি

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিজয় র‍্যালি

ঠাকুরগাঁও: দেশব্যাপী গণঅভ্যুত্থান, ছাত্র-জনতার বীরত্বপূর্ণ আন্দোলনের দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঠাকুরগাঁও বিএনিপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির আয়োজনে এই উদ্‌যাপিত জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শরীয়তপুরে বিএনপির বর্নাঢ্য বিজয় র‍্যালি

শরীয়তপুর: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শরীয়তপুরে বিএনপির উপলক্ষ্যে বিজয় র‍্যালি করেছে জেলা বিএনপি।  জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে এ বিজয় র‍্যালিতে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু প্রমুখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে জেলা বিএনপির বিজয় মিছিল

পঞ্চগড়ে জেলা বিএনপির বিজয় মিছিল

পঞ্চগড়: ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মিছিলে জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য দেন।
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে ফরিদপুরে বিএনপির বিজয় র ্যালি

ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে ফরিদপুরে বিএনপির বিজয় র ্যালি

ফরিদপুর:২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির দুই গ্রুপের পৃথক  বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে একটি বিজয়  র‌্যালিটি সমাবেশে মিলিত হয়।  অপরদিকে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরি নায়াব ইউসুফ ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইসার নেতৃত্বে আরেকটি বিজয় র‍্যালি বের র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।‌

এর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি

রাজবাড়ী: জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের পৃথক বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান,জেলা যুবদলের সদস্যসচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য দেন।অন্যদিকে পৃথক সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, পাংশা উপজেলা বিএনপি নেতা মো. হাবিবুর রহমান রাজা, শওকত আলী সরদার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ বক্তব্য দেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে বিএনপির বিজয় র‌্যালি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে বিএনপির বিজয় র‌্যালি
নীলফামারী: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষ্যে নীলফামারীতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে  বিজয় র‌্যালিতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ নেন। র‌্যালির পূর্বে ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, আহ্বায়ক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম ও মুক্তার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিস্টদের পতন ও ছাত্রজনতার বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আজ চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।   বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকারের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যদের উপস্থিত ছিলেন, বিএনপি নেতা-কামরুল আরেফিন বুলু, অ্যাডভোকেট ন‚রুল ইসলাম সেন্টু, মসুদা আফরোজা হক শুচিসহ অন্যরা।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হায়াতুদ্দৌলা, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, তারিক আহমদ, আবু তাহের খোকন, সারোয়ার জাহান, ইসমাইল হোসেনসহ অন্যরা। এছাড়া, শিবগঞ্জে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বেও একটি বিজয় র‌্যালি বের হয়।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর