Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে জলবায়ু-সমুদ্র সুরক্ষার বার্তা সারজিসের

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ০০:০৬ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ০০:১২

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জলবায়ু পরিবর্তন ও সমুদ্র সুরক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে বার্তা দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে এই লাইভে তিনি দলের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে অবস্থান তুলে ধরেন।

লাইভে সারজিস বলেন, ‘এনসিপি যে ২৪ দফার ইশতেহার দিয়েছে, তার ২১ নম্বর দফায় জলবায়ু সহিষ্ণুতা, নদী ও সমুদ্র রক্ষার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমাদের সমুদ্র একটি বিশাল সম্ভাবনার উৎস। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—আমরা কীভাবে আমাদের জীববৈচিত্র্য এবং উপকূলীয় জনগণের জীবনধারা রক্ষা করব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সমুদ্র থেকে খনিজ সম্পদ আহরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থায় রাষ্ট্রকে আরও সক্রিয় হতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।’

লাইভে কক্সবাজারে অপরিকল্পিত নির্মাণ এবং ভূমি দখলের অভিযোগ তুলেন সারজিস। তিনি বলেন, ‘এখানে যেখানে-সেখানে ভবন নির্মাণ হচ্ছে, জমি দখল করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে সৈকতের জমি লিজ নেওয়া হচ্ছে, এমনকি দেয়াল তুলে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি জলবায়ু সারজিস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর