কুষ্টিয়া: দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ( ৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান চালায় দুদক।
আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের ২৫২টি দোকান বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা।
দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার বলেন, জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। সব বিষয়ের কাগজপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এবিষয়ে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।